হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার পইলগ্রামে ‘চালকের কথা না শুনায়’ রাহুল মিয়া (৮) নামে এক শিশুকে ‘ট্রাক থেকে ফেলে হত্যা করা হয়েছে’ বলে অভিযোগ উঠেছে।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শিশু রাহুল পইল শাহজালাল প্রি ক্যাডেট স্কুলের নার্সারি বিভাগের ছাত্র ও ওই গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
নিহত শিশুর বাবার অভিযোগ, তার ছেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের ট্রাক চালক সাজিদ মিয়ার ট্রাকে উঠে। একপর্যায়ে সাজিদ তাকে ট্রাক থেকে নামতে বলে।
এসময় তার ‘কথা অমান্য করায়’ রাহুলকে ‘ধাক্কা দিয়ে ট্রাক থেকে ফেলে দেয়’ সাজিদ। এসময় একটি ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মানিকুল ইসলাম বলেন, ট্রাক্টর চাপায় একটি শিশু মারা যাওয়ার বিষয়টি শুনেছি।