আজিজুল হক নাসিরঃ চুনারুঘাট উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী হযরত শাহ গাজী (রঃ) এর পবিত্র ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত তিন দিন ব্যাপী মেলার প্রথম দিন আজ। মেলা শুরুর দু-তিন দিন আগ থেকেই দোকান পাঠ বসা,শিশুদের বিনোদনের জন্য নিত্য নতুন ব্যবস্থা ও ভক্তদের ভীড় জমে উঠেছে।
সুন্দর সজ্জায় সজ্জিত করা হয়েছে মাজার শরীফকেও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাউল শিল্পীদের কয়েকটি কাফেলাও বসে গেছে। নিরাপত্তার সকল জোরদার ব্যবস্থাও সম্পন্ন হয়েছে কয়েক শত বছরের পূরনো এ মেলার। মেলার ২য় দিন ১৭ জানুয়ারী মাছের মেলা হবে মেলার অন্যতম আকর্ষন জানিয়েছেন,মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইমন চৌঃ।স্থানীয় ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির খাঁন জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর মেলাটি আরো জাকজমক করার ব্যবস্থা করেছেন তিনি এলাকাবাসীদের সমন্নয়ে।