রাকিল হোসেন নবীগঞ্জ (হবিগঞ্জ)থেকে সংবাদদাতা:নবীগঞ্জের নিভৃত পল্লী মান্দারকান্দি গ্রামে বীর মুক্তিযোদ্ধা শাহ ফজর আলী ফাউন্ডেশনের উদ্যোগে শত শত হত দারিদ্র মানুষের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।
উক্ত কম্বল বিতরণ উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা ফজর আলীর বাড়িতে হত দারিদ্র মানুষের ভীড় জমে উঠে। সবাই নতুন কম্বল হাতে পেয়ে খুশি মনে বাড়ি ফিরে যান। বীর মুক্তিযোদ্ধা শাহ ফজর আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ শহীদ আলীর আয়োজনে কম্বল বিতরণ উপলক্ষ্যে ১২নং কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরীর পরিচালনায় অনুষ্টিত কম্বল বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খান, নবীগঞ্জ মহিলা আওয়ামীলীগের সভানেত্রী দিলারা হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, সাবেক চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক শাহীন আহমেদ চৌধুরী, শাহ্ ফজর আলী সাহেবের সহধর্মিনী শাহ্ আয়শা বেগম, সাধারণ সম্পাদক মো: মুহিব চৌধুরী, কোষাধ্যক্ষ শাহ্ আকলিমা আক্তার, সদস্য শাহ্ সালেকা বেগম, শাহ্ রাহীলা বেগম, শাহ্ আসমা আক্তার চৌধুরী, শাহ্ আফিয়া আক্তার চৌধুরী , মেম্বার মো:আব্দুল হাই, মহিলা মেম্বার রোকেয়া বেগম, বিশিষ্ট মুরব্বি শ্যামা নন্দ ভট্টাচার্য্য, মোঃ মামুন আহমদ, এস দুলাল মিয়া প্রমূখ।
কোরআন তেলোয়াত করেন হাফেজ মো: রাকিব হোসেন চৌধুরী। প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেছেন, দারিদ্র মানুষের সাহায্যার্থে সরকারের পাশাপাশি বিত্তবান মানুষদের এগিয়ে আসা উচিৎ।
বীর মুক্তিযোদ্ধা শাহ ফজর আলী ফাউন্ডেশন আর্ত সামাজিক উন্নয়নের পাশাপাশি শীতার্থ মানূষের মাঝে কম্বল বিতরণ করে মহৎ উদ্যোগ নিয়েছেন। বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হত দারিদ্র মানুষের মাঝেও শীত বস্ত্র বিতরণ করে সাধারন মানুষের পাশে রয়েছেন।