আজমিরীগঞ্জ প্রতিনিধি : শিবপাশা-আজমিরীগঞ্জ সড়কে শনিবার সন্ধ্যারাতে পৃথকভাবে দু’টি যাত্রীবাহী মোটরসাইকেল ও একটি এম্বুলেন্সে ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা নগদ টাকা মোবাইলসেট সহ অর্ধ-লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার সমীপুর গ্রামের বাসিন্দা উমাপদ চক্রবর্ত্তীর পুত্র উৎপল চক্রবর্ত্তী (২৫) শনিবার সন্ধ্যায় আজমিরীগঞ্জ থেকে যাত্রীবাহী মোটরসাইকেল যোগে শিবপাশার উদ্দেশ্যে রওয়ানা দেয়। সন্ধ্যা অনুমানিক প্রায় সাড়ে ৬ টায় মোটরসাইকেলটি ওই সড়কের পাঁচহাকিয়ায় নামক এলাকায় পৌঁছলে, ১০/১৫ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে এর গতিরোধ করে। এরপর তারা মোটরসাইকেল চালক ও যাত্রীদের গলায় রামদা ঠেকিয়ে মোবাইলসেট ও নগদ টাকা ছিনিয়ে নেয়। কিছুক্ষণ পর আরেকটি মোটরসাইকেল, পরবর্তীতে একটি এম্বুলেন্সে আসা দু’জন যাত্রীকে একই কায়দায় আটক করে সর্বস্ব ছিনিয়ে নেয়। আক্রান্ত যুবক উৎপল জানায়,তাদের নিকট থেকে নগদ টাকা, ৫/৬ টি মোবাইলসেট সহ অর্ধ-লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়। ডাকাতির সময় ওই সড়কে কোন টহল পুলিশ ছিল না।