নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশনের ৫শ গজ দক্ষিণে রেল লাইনের পাশ থেকে পয়তাল্লিশোর্ধ্ব এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ জানুয়ারী) সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ রেল পুলিশের এসআই দ্বীন মোহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার সকালে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন ওই স্থানে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
এসআই দ্বীন মোহাম্মদ জানান, ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছে। তার মাথা থেতলে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।