ছনি চৌধুরী,নবীগঞ্জ প্রতিনিধি ।। নবীগঞ্জ উপজেলার অন্যতম সুনামধন্য পাহাড়ি অঞ্চলের প্রাচীনতম পরগণা দিনারপুর ও অলিকুল শিরোমনি হযরত শাহ জালাল (রহঃ) সঙ্গী হযরত শাহ মুশকিল আহসান (রহঃ) এর স্মৃতিধন্য এলাকার প্রাচীনতম প্রাকৃতিক সৌন্দর্য্য দৃশ্য বিলুপ্ত প্রায় । তথ্যসূত্রে জানাযায়, বাংলাদেশের অনেক এলাকার লোকজন কালেকালে যুগে যুগে এই প্রাকৃতিক সৌন্দর্য্য লীলা পাহাড়ি অঞ্চলে অবসর সময়ে আনন্দ উল্লাস করে বনভোজনে দলবদ্ধভাবে আসতেন ।
এছাড়া অনেক তথ্য প্রতীয়মান যে অত্র প্রাকৃতিক সৌন্দর্য্য লীলা স্থানে বাংলাদেশ চলচিত্র ও নাট্যকার দলের পরিচালকসহ অনেক অভিনেতা অভিনেত্রী তাদের রুচি সম্মত শু-টিং স্পটের গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে দিনারপুর পাহাড়ি পরগণাকে বেঁচে নিতেন ।
কালের অভাবে স্থানীয় কিছু অসাধু লোকজনের অযন্ত অবহেলার কারণে এই ঐতিহ্যবাহী প্রাকৃতিক সৌন্দয্যের লীলা অঞ্চলের আকর্ষনীয় স্থানগুলো বিলিন হয়ে যাচ্ছে এই ঐতিহ্যবাহী পাহাড়ি অঞ্চল অচেতন অধিবাসীরা বিলুপ্ত করায় বড় বড় বন জঙ্গলের প্রাণী পালিয়ে গেছে অন্যদিকে কিছু কু-চক্রের দালালরা সংবদ্ধভাবে রাতের আঁধারে মাস্টারপ্ল্যান করে এই অতুলনীয় দেশীয় প্রাকৃতিক মূল্যবান সম্পদ চুরি করে বিনষ্ট করে দিচ্ছে ।
প্রশাসনে চোখের সামনে দিয়ে এই অসৎ লোকেরা পাহাড় কেটে বিলিন করে দিচ্ছে কিন্তু প্রশাসনের কোনো সক্রিয় ভূমিকা দেখছেন না বলে জানিয়েছেন পাহাড়ি এলাকার স্থানীয় লোকজন। পাহাড় কাটা নিয়ে একাদিক মামলা থাকলেও সঠিক আইনের প্রয়োগ না থাকায় সেই সব গট ফাদাররা আইনের ছত্র ছায়ায় বেরিয়ে এসে একই কাজে জড়িয়ে পড়ছে তাতে অত্র ঐতিহ্যবাহী এলাকার বিষণ ক্ষতি আঘাত হানে।
সময়ের পরিবর্তনে পাহাড়ি অঞ্চল দিনারপুরের ঐতিহ্য বিক্রি করে দিচ্ছে কিছু অসাধু ব্যাক্তি এভাবে প্রাচীকালের সম্পদ বিক্রি করা চলতে থাকলে দিনারপুর পরগণা ঐতিহ্যবিহীন হয়ে পড়বে বলে মনে করছেন সচেতন মহল প্রকৃতপক্ষে উক্ত এলাকার বাস্তব পরিস্থিতি পর্য্যালোচনা করে দেখা গেল পাহাড়ি অঞ্চলের সুন্দর পরিবেশ রক্ষার্থে জনপ্রতিনিধিসহ সচেতন ব্যাক্তিবর্গ বিভিন্ন বাস্তব তথ্য পাওয়ার পরিপেক্ষিতে বিভিন্ন পদক্ষেপের কথা বললেও মূলত পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য কাজের মত কাজ কিছুই হচ্ছে না ।
যার ফলে উক্ত প্রাচীনতম দিনারপুর পাহাড়ি এলাকার বিভিন্ন পাহাড়,বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য,বন জঙ্গল, হাওর-বাওর নদ-নদী, খালবিল, ডুবা,নালা, বিভিন্ন রাস্তার ব্রিজ, উক্ত সচেতন ব্যাক্তিদের অলক্ষহীনতায় মূল্যবান এই দেশীয় সম্পদগুলী বিলুপ্ত বা বিলিনের দার প্রান্তেঅত্র পাহাড়ি অঞ্চলের বেঁচে থাকা প্রবীণ ব্যাক্তিদের নিকট থেকে প্রাচীন গল্প শুনলে বর্তমান দৃশ্যের সাথে তুলনা করলে বিরাট পার্থক্য পরিলক্ষিত হয় । প্রাচীন গল্পতে আরো শুনা যায় এখানে প্রাচীনকালে অনেক রাজা রাজ্যত্ব করতেন । রাজাদের শ্বাসনকালে উক্ত এলাকার প্রজাদের মধ্যে অনেক মৌলিক অধিকারের আলো শূন্যহীনতায় এলাকার পরিবেশ বিরাজ করিলে কালে ক্রমে রাজাদের রাজ্যত্ব বিলুপ্ত হতে থাকে ঐতিহ্যবাহী দিনারপুর পরগনার সচেতন নাগরিক সমাজ দেশীয় এই প্রাকৃতিক সম্পদ রক্ষার্থে পরিবেশ ও বন মন্ত্রনালয়ের সু-দৃষ্টি কামনা করছেন ।