নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলা লামাতাসী ইউনিয়নের শব্দকর গ্রামের বাসিন্দারা ছিলেন অবহেলিত। তারা ছিল প্রায় উন্নয়ন বঞ্চিত। বিষয়টি জেনে এ গ্রাম পরিদর্শন করেছিলেন তৃণমূল নেত্রী এমপি কেয়া চৌধুরী। এ গ্রামের রাস্তা নির্মাণে তিনি দেড় লাখ টাকা ও একটি গভীর নলকূপ বরাদ্দ দেন।
শুক্রবার বিকেলে তিনি এ গ্রামে যান। এ সময় তিনি গ্রামবাসীর দাবির প্রেক্ষিতে মন্দিরেও বরাদ্দ দেয়ার ঘোষণা দেন। এছাড়াও শীত নিবারণে শব্দকরদের প্রত্যেক পরিবারের মধ্যে একটি করে কম্বল বিতরণ করেন এমপি কেয়া চৌধুরী।
পরে আয়োজিত সভায় এমপি কেয়া চৌধুরী বলেন, শব্দকরদের সামাজিক নিরাপত্তা বলয়ে নিয়ে আসার জন্য মহান সংসদে দাবী রেখেছি। এরই প্রেক্ষিতে অচিরেই তারা নিরাপত্তা বলয়ে অর্ন্তভূক্ত হতে হচ্ছে।
তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার তৃণমূলের উন্নয়ন জন্য কাজ করছে। আর আমরা নেত্রীর নির্দেশ মেনে গ্রামে গ্রামে গিয়ে সবার কথা শোনে উন্নয়নে বরাদ্দ দিচ্ছি। বরাদ্দ সাপেক্ষে উন্নয়ন কর্মকান্ড তদারকিও করছি।
এমপি কেয়া চৌধুরীকে পেয়ে শব্দকরের লোকজন আনন্দে আত্মাহারা হয়ে পড়েন। তারা ঢোল বাজনা বাজিয়ে এমপি কেয়া চৌধুরীকে রাস্তা থেকে গ্রামে নিয়ে যায়। পরে তিনি গ্রামের ঘরে ঘরে গিয়ে কুশলবিনিময় করেন। এ সময় আওয়ামী পরিবারের নেতাকর্মীসহ তৃণমূলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।