শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজের গোলচত্ত্বরে সামন থেকে ১৫ বছরের এক কিশোরকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। গত বুধবার মধ্যরাতে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার ১৫ ঘন্টা অতিহাহিত হলেও এখন পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার মধ্যে রাতে সিলেট থেকে ঢাকাগামী একটি বাস ওই কিশোরকে এখানে ফেলে রেখে যায়। পরে সে ওই স্থানে অবস্থিত কদ্দুস মিয়ার হোটেলের সামনে অজ্ঞান হয়ে পড়ে থাকে।
বিষয়টি দেখে কদ্দুস মিয়াসহ স্থানীয়রা চুনারুঘাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু তাকে সাপতালে ভর্তির ১৫ ঘন্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার জ্ঞান পেরেনি।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।