মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকেঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দস্থ হযরত সৈয়দ নাসির উদ্দিন (রঃ)সহ ১২০ আউলিয়ার ৩দিন ব্যাপী বাৎসরিক ৬৯৬তম ওরশ কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে।
ইতিমধ্যে মাজার প্রাঙ্গণে শত শত কাফেলা ও দোকান পাট বসেছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকার হাজার হাজার আশেকান-জাকেরান ও ভক্তবৃন্দ জড়ো হচ্ছেন মুড়ারবন্দ দরবার শরীফে। কাল শুক্রবার সকালে মাজারে গিলাপ ছড়ানোর মাধ্যমে শুরু হবে ওরশের আনুষ্ঠানিকতা। ইতিমধ্যে নিরাপত্তা রক্ষায় মাজার কমিটির উদ্যোগে মাজারের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা।
আইন শৃংখলা নিয়ন্ত্রণে মুড়ারবন্দ দরবার শরীফে চুনারুঘাট থানা পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামী রোববার রাত ১২টা ১মিনিটে আখেরি মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হবে ওরশ। মাজারের মোতাওয়াল্লী পীরে তরিকত সৈয়দ সফিক আহমেদ চিশতী, পীরে তরিকত সৈয়দ কবীর আগমেদ চিশতী, পীরে তরিকত সৈয়দ মানিক শাহ চিশতী, পীরে তরিকত সৈয়দ ইউনূছ শাহ চিশতী, পীরে তরিকত নজরুল আহমেদ চিশতী, পীরে তরিকত সোহেল শাহ চিশতী, সৈয়দ তানভীর আফসর, সৈয়দ নেছার আহমেদ, পীরে তরিকত সৈয়দ যুবরাজ শাহ চিশতী, পীরে তরিকত সৈয়দ শাহ নেওয়াজ চিশতী, পীরে তরিকত সৈয়দ শাহ আলম চিশতী, পীরে তরিকত সৈয়দ মুরাদ আহমেদ চিশতী, পীরে তরিকত সৈয়দ দুদু মিয়া চিশতী, সৈয়দ আলমগীর হোসেন চিশতী, পীরে তরিকত শাহ গিয়াস উদ্দিন মাসুম চিশতী জানান, ৩দিন ব্যাপী ওরশে লাখ লাখ আশেকান-জাকেরান, মুরিদ ও ভক্তবৃন্দ আসবেন। ওরশ সুন্দর ও সফলভাবে সম্পন্নের জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।