নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে তিন দিনব্যাপী ‘উন্নয়ন মেলা’ শেষ হয়েছে। ‘শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন’ এ মূলমন্ত্রকে ধারণ করে ২০২১ সালের মধ্যে ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ’ এবং ২০৪১ সালের মধ্যে ‘উন্নত বাংলাদেশ’ গঠনে সরকারের উন্নয়ন কার্যক্রম দেশব্যাপী জনসাধারণের সামনে মেলায় উপস্থাপন করা হয়। মেলায় সব সরকারি, আধাসরকারি, বেসরকারি ও এনজিও’র পক্ষ থেকে মেলায় আগত লোকদের সামনে তাদের নিজ নিজ সংস্থার উন্নয়ন কার্যক্রম ও তাদের পণ্যের প্রদর্শনী করা হয়।
গত ১২ বছরের অগ্রগতিও উন্নয়ন চিত্র এতে তুলে ধরা হয়। মেলার শেষ দিন প্রচুর লোক সমাগম হয়। এ ছাড়া প্রতিদিন মেলামঞ্চে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উন্নয়ন মেলাকে কেন্দ্র করে হবিগঞ্জে বিনোদন পিয়াসিদের মধ্যে অন্যরকম এক ধরনের আনন্দ আবহের সৃষ্টি হয়।
হবিগঞ্জে মেলার শেষ দিন বুধবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘ডিজিটাল বাংলাদেশ ও নাগরিক সেবায় উদ্ভাবন’ বিষয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রনালয়ের সচিব এমএএন ছিদ্দিক।
জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা পরিষদের নির্বাহী অফিসার মো. কুদ্দুছ আলী সরকার, বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুল মালেক, সিভিল সার্জন ডা. দেবপদ রায়, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার মোহাম্মদ আলী পাঠান।
দেশের উন্নয়নের চিত্র জনগণের কাছে তুলে ধরতে এবং উন্নয়ন কার্যক্রম সবার কাছে পৌঁছে দিতে মূলত এ মেলার আয়োজন করা হয়। ‘উন্নয়নের জন্য গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ এ বিষয় নিয়ে তিনদিন ব্যাপী অনুষ্ঠিত মেলায় সরকারের অগ্রগতি ও উন্নয়ন চিত্র তুলে ধরা হয়।
মেলায় প্রধান অতিথি সেতু সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলার লক্ষে ১০টি বিশেষ উদ্যোগ গ্রহণের ঘোষণার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কৃষি, শিক্ষা, শিল্পসহ সব ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের স্বীকৃতিও জুটছে। প্রধান অতিথি বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ এখন স্বপ্ন নয়। দেশে এখন মঙ্গা নেই। খাদ্য উৎপাদন তিন গুণ বেড়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের সব সূচকে এগিয়ে গেছে। সরকার গত আট বছরে দেশের আমুল পরিবর্তন করেছে’।
আলোচনা সভায় জেলা প্রশাসক সাবিনা আলম বলেন, ‘পল্লী উন্নয়ন, নারী ক্ষমতায়ন, আর্ত¥সামাজিক উন্নয়ন করে দেশকে একটি স্বনির্ভরশীল দেশ হিসেবে বিশে^র দরবারে পরিচিতি করছে বর্তমান সরকার। সরকারের উন্নয়ন কর্মকা-কে আরো তরান্বিত করার আহ্বান জানান জেলা প্রশাসক’।
পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন, ‘সাধারণ মানুষের সেবার লক্ষ্য নিয়ে পুলিশ এগিয়ে যাচ্ছে। লাঠি হাতে দেশের উন্নয়ন সম্ভব নয়। পুলিশকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। সেই লক্ষ্যে পুলিশ কাজ করছে। পরে সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।