বাহুবল প্রতিনিধি: সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, শিক্ষকরা প্রতিদিন আমাদের সমাজে আলোর মশাল জ্বালাচ্ছেন। তারা এ কাজটি নিরলস ও নিষ্ঠার সাথে চালিয়ে যাচ্ছেন বলেই আলোকিত মানুষরা তৈরি হচ্ছেন। সমাজ আলোকিত হচ্ছে। তাদের এ শ্রমের মর্যাদা ও সম্মান দিতে না পারলে সমাজ আন্ধকারে তলিয়ে যাবে। তিনি গতকাল বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করছিলেন। গতকাল বিকাল ৪টায় সমিতির সভাপতি মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, বাহুবল মডেল থানার ওসি মোঃ মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার জ্যোতিষ রঞ্জন চন্দ্র, যুব উন্নয়ন অফিসার মোঃ হোসেন শাহ, সহকারি শিক্ষা অফিসার রিংকু দাস, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইব্রাহিম মুন্সী, স্নানঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সুফি মিয়া। বক্তব্য রাখেন, আব্দুস সহিদ, সমরেশ ভট্টাচার্য্য, অচিন্ত্য কুমার আচার্য্য, নিলুফার ইয়াসমিন, সাজিদুল ইসলাম, বিকাশ দেব, আব্দুল মালেক, অভিময় দেব ও হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নুরুল হক জামান।