মনিরুল ইসলাম শামিম, বাহুবল ॥ বাহুবল উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা- ২০১৭ বুধবার সম্পন্ন হয়েছে। উন্নয়নের গণতন্ত্র-শেখ হাসিনার মূলমন্ত্র এই স্লোগানের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় গত সোমবার উদযাপিত এ মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।
বিকেল ৪টায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকারের পরিচালনায় বক্তব্য রাখেন, স্নানঘাট ইউপি চেয়ারম্যান মোঃ ফেরদৌস আলম, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, কৃষকলীগ সভাপতি মাস্টার মখলিছুর রহমান। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ শফিউল্লাহ, প্রাণী সম্পদ কর্মকর্তা আজিজুল ইসলাম, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বাবুল কুমার দাস, সমাজ সেবা কর্মকর্তা জাহানারা পারভীন, মৎস্য কর্মকর্তা মোঃ আলম, খাদ্য কর্মকর্তা নাজির হোসেন, সমবায় কর্মকর্তা মোঃ মমতাজুর রহমান, সোনালী ব্যাংক ম্যানেজার নারায়ন পদ পাল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা বেগম, একটি বাড়ী-একটি খামার প্রকল্পের সমন্বয়ক রৌশন আরা, জন-স্বাস্থ্য প্রকৌশলী ফারুক ইমাম, ইউপি আওয়ামীলীগ সভাপতি মোঃ সুফি মিয়া, পল্লী বিদ্যুৎ সমিতি বাহুবল আঞ্চলিক শাখার ইঞ্জিনিয়ার সোরাব পাটুয়ারী, মডেল প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এম শামছুদ্দিন, আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শামিউল ইসলাম, সাংবাদিক এম সাজিদুর রহমান, ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, পংকজ কান্তি গোপ টিটু, মনিরুল ইসলাম শামিম, সোহেল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের শেষে মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বাহুবল আঞ্চলিক শাখা প্রথম, উপজেলা প্রকৌশলী অফিস দ্বিতীয় ও পরিবার পরিকল্পনা বিভাগ তৃতীয় স্থান নির্বাচিত করে ক্রেস্ট প্রদান করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।