নিজস্ব প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ রনজিত কুমার দাশ এর মৃত্যুতে শায়েস্তাগঞ্জের সুধীজনদের উপস্থিতিতে আব্দুল রশিদ তালুকদার ইকবাল এর সভাপতিত্বে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে শনিবার সন্ধ্যা ৭ টায় এক পরামর্শ সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত সকলের সর্ব সম্মতিতে অধ্যক্ষ রনজিত কুমার দাশ স্বরণে আগামী ১৩ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৩ টায় শায়েস্তাগঞ্জ রেল পার্কিংয়ে শোক সভার আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। শোক সভাকে সফল করার জন্য সর্ব সম্মতিক্রমে “সম্মিলিত নাগরিক সমাজ” নামে সংগঠন গঠন করা হয়। হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা সৈকতকে আহবায়ক , শায়েস্তাগঞ্জ জহুরচান বিবি মহিলা কলেজ এর (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ জালাল উদ্দিন রুমীকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটির পরামর্শ সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, এডভোকেট হুমায়ুন কবির সৈকত, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ ছালেক মিয়া, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ্য আবু সিরাজ মোঃ মুনিরুল ইসলাম, অধ্যাপক মোঃ ফখরুদ্দিন, আজিজুল হাসান চৌধুরী শাহিন, প্রভাষক ফরিদ আহম্মেদ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, সাধারণ সম্পাদক হারুন সাই, অর্থ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, সাবেক সাধারণ সম্পাদক আ স ম আফজল আলী রুস্তম কাউন্সিলর, মোঃ মাসুক আহম্মেদ, মোঃ সাইদুর রহমান প্রমুখ।