আজিজুল হক নাসির ॥ চুনারুঘাটের বিশিষ্ট সমাজসেবক ও দানবীর জি.আর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিনে জি.আর ফাউন্ডেশন ইউকে’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে চুনারুঘাটের রাসেল গার্মেন্টসের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ছিদ্দিকুর রহমান মাসুদকে সম্মানা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
গতকাল রাসেল গার্মেন্টেসে ফাউন্ডেশনের সদস্য ও সাংবাদিক খন্দকার আলাউদ্দিন ও রায়হান আহমেদ মাসুদ আহমেদের হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন-চুনারুঘাট থানার ওসি (তদন্ত) নূরুল ইসলাম, সেকেন্ড অফিসার মো. ওমর ফারুক, চুনারুঘাট বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি আকবর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. ছমির হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জি.আর ফাউন্ডেশনের আত্মপ্রকাশের অনুষ্ঠান সংক্ষিপ্ত হওয়ায় অতিথিরা ক্রেস্ট তুলে দিতে না পারা পরে তাকে ক্রেস্ট প্রদান করা হয়।