মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে মাদক ও ডাকাতি মামলার এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মাহবুবুল আলম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নোয়াপাড়া রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামী মোশারফ হোসেন (৩৫)কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মোশারফ হোসেন উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কাশিপুর গ্রামের কাছম আলীর পুত্র।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুকতাদির হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান মোশারফ হোসেন দীর্ঘ দিন থেকে পলাতক ছিল। মোশারফের বিরুদ্ধে ১টি মাদক ও ২টি ডাকাতি মামলা রয়েছে বলে জানান তিনি।