আজিজুল হক নাসিরঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা গোবরখলা থেকে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ৭৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি।
জানা যায়,৯ জানুয়ারী রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী এলাকা গোবরখলা থেকে বিজিবি৫৫ বাল্লা ক্যাম্পের সুবেদার আঃ আজিজের নেতৃত্বে একদল বিজিবি অভিযান চালিয়ে অফিসার চয়েজ ব্লু ৩২, ক্যাস্টল প্রাইড ৩০ ও হোয়াইট এন্ড ব্লু ১২ মোট ৭৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
যার সিজার মূল্য ১ লক্ষ ১১হাজার দশ টাকা। সুবেদার আঃ আজিজ জানান, বিজিবির আঁচ পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।