এস এইচ টিটু : এক কৃষকের গোয়াল ঘর থেকে ২টি গরু চুরি করে পালিয়েছে অজ্ঞাত চোরেরা। এ ঘটনার পর এলাকাবাসীর মাঝে গরু চুরির আতঙ্ক বিরাজ করছে।
গত সোমবার(০৯ জানুয়ারী)গভীর রাতে হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নছরতপুর গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
নছরতপুর গ্রামের কৃষক শ্রী গোপেন চন্দ্র শীল জানায়, তার পালিত ২টি গরু গোয়াল ঘরে রেখে ঘরে তালা দেয়।কিন্তু সকালে গোয়াল ঘর হতে গরু বের করতে গিয়ে দেখি গোয়াল ঘর শূন্য। কোন গরু নেই।গভীর রাতে অজ্ঞাত চোরেরা ঘরের তালা ভেঙ্গে ২টি গরু নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকাবাসীর মাঝে গরু চুরির আতঙ্ক বিরাজ করছে।বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় মুরুব্বী এবং উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য কে জানানো হয়েছে।নূরপুর ইউপি সদস্য ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।