মনিরুল ইসলাম শামিম, বাহুবল ॥ বাহুবল উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলা- ২০১৭ উদযাপন করা হয়েছে। উন্নয়নের গণতন্ত্র-শেখ হাসিনার মূলমন্ত্র এই স্লোগানের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় গতকাল সোমবার এ মেলার উদ্বোধন করা হয়।
বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলা উদ্বোধনের পূর্বে দুপুরে বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের সফলতার চিত্রসহকারে বিভিন্ন দপ্তরের ব্যানারে অসংখ্য স্টল বসানো হয়।
এতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে পরিচালিত স্টল গুলো দর্শকদের মাঝে আনন্দ বিরাজ করছে। মেলাটি তিন দিন চলবে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই ও উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।
এতে মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা খানম, সহকারি কমিশনার (ভূমি) মোঃ শফিউল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আবুল হোসেন, ডেপুটি-কমান্ডার মোঃ নূর মিয়া, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বশির, ফেরদৌস আলম, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, হিসাব রক্ষণ কর্মকর্তা আইয়ূব আলী, কৃষি অফিসার রেজাউল করিম, প্রাণী সম্পদ কর্মকর্তা আজিজুল ইসলাম, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বাবুল কুমার দাস, সমবায় কর্মকর্তা জাহানারা পারভীন, মৎস্য কর্মকর্তা মোঃ আলম, খাদ্য কর্মকর্তা নাজির হোসেন, সমবায় কর্মকর্তা মোঃ মমতাজুর রহমান, সোনালী ব্যাংক ম্যানেজার নারায়ন পদ পাল, জনতা ব্যাংক ম্যানেজার মকছুদ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার, যুব উন্নয়ন অফিসার আলহাজ্ব হোসেন শাহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা বেগম, একটি বাড়ী-একটি খামার প্রকল্পের সমন্বয়ক রৌশন আরা, জন-স্বাস্থ্য প্রকৌশলী ফারুক ইমাম, সহকারি শিক্ষা অফিসার আব্দুল ওয়াহেদ, ওসি (তদন্ত) বিশ্বজিৎ, কৃষকলীগ সভাপতি মাস্টার মখলিছুর রহমান, আওয়ামীলীগ নেতা মোঃ আয়াত আলী, যুবলীগ নেতা মোঃ মোশাহিদ আলী, ডিএনআইর সহকারী শিক্ষক প্রনয় চন্দ্র দেব, ভাদেশ্বর ইউপি আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শামিউল ইসলাম, সাংবাদিক এম সাজিদুর রহমান, ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, আব্দুল মজিদ শেখ, মনিরুল ইসলাম শামিম সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।