মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: নাসিরনগর উপজেলা সদরের কাশিপাড়ায় ভাতিজার ছুরির আঘাতে চাচা মতিলাল দাস (৬০) খুন হয়েছেন।
রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক সজিব দাসকে(৩০) গ্রেফতার করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলা সদরের কাশিপাড়ার হরেন্দ্র দাসের পুত্র সজিব দাস দীর্ঘদিন ধরে মানসিক ভরসাম্যহীন । সে গত ক‘য়দিন ধরে পাশ্ববর্তী লোকজনকে মারধর করে আসছে। তার অত্যাচারে অতীষ্ঠ হয়ে পিতাসহ চাচা মতিলাল দাস ঘটনার সময় সজিব দাসকে ধরে ঘরে বেধেঁ ফেলার জন্য তার কাছে গেলে তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে চাচা মতিলাল দাসের বুকে আঘাত করে। এতে মতিলাল দাস মারাত্মকভাবে আহত হয়। আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর ঘটনার সত্যতা স্বীকার করে জানায়,ঘাতক ভাতিজা সজিব দাসকে গ্রেফতার করা হয়েছে।