শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন।
রবিবার সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, সুতাংগামী যাত্রীবাহী সিএনজিটি মহাসড়ক দিয়ে যাবার সময় থানার সামনে পুলিশ টহল দেখে সিএনজি চালক গাড়ীটি ঘুরাতে গিয়ে মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে।
শায়েস্তাগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তি অলিপুর প্রাণ কোম্পানীর কর্মকর্তা। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।