চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের দ্বিমাগুরুন্ডা গ্রামের কিতাব আলীর পুত্র গ্রামীণফোনের কর্মচারী হেলাল মিয়া (২৫) রবিবার দুপুর ২টার দিকে সতং বাজার থেকে চুনারুঘাটে আসার শাকির মোহাম্মদ রেল লাইন ফুলপুর নামক স্থানে কাঠবোঝাই বেপরোয়া টেম্পুর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে এ ঘটনাটি ঘটে।
পরে হেলাল মিয়াকে মুমুর্ষ আশংকাজনক অবস্থায় চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে।
হেলাল মিয়ার সাথে মোটরসাইকেল আরোহী চাটপাড়া গ্রামের রানা মিয়াকে চুনারুঘাট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনাস্থল থেকে টাকসো গাড়িটি রাস্তায় রেখে চালক পালিয়ে যায়। স্থানীয় জনতা টাকসো গাড়িটি ফুলপুর জমাদার বাড়ির হিরা মিয়া জমাদারের কাছে জিম্মি রাখে।
আহত হেলাল মিয়ার অবস্থা ভাল না হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছেন। এ ব্যাপারে কিতাব আলী চুনারুঘাট থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।