হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌর এলাকার পৌর-মার্কেটের সামনে থেকে আড়াইশ পিস নিষিদ্ধ ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট নয়ন মিয়া (৩০) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সে শহরের কামড়াপুর এলাকার লেবু মিয়ার ছেলে।
শনিবার রাত ৯টায় জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান. এসআই ইকবাল বাহার ও আব্দুল করিমের নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ ওই এলাকার অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নয়নকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশী করে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ডিবির অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, সে দীর্ঘদিন ধরে নতুন-নতুন কৌশলে মাদকের ব্যবসা করে আসছিল এমনকি শিশু ও মহিলাদেরকে ও টাকার লোভ দেখিয়ে মাদকের ব্যবসা চালাত।
এ ব্যপারে জেলা গোয়েন্দা পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।