হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পুর্ব হাসেরগাও গ্রামে রহিমা খাতুন (৪৫) নামের এক গৃহবধু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে। সে ওই গ্রামের রজব আলীর স্ত্রী।
গত দুইদিন ধরে হবিগঞ্জ জেলায় প্রচন্ড ঠান্ডা দেখা দিয়েছে। এতে বেশ কয়েকজন নবজাতকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে রহিমা খাতুন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।