খন্দকার অালাউদ্দিনঃ জমকালো অায়োজনের মধ্য দিয়ে চুনারুঘাট উপজেলার প্রাচীন বিদ্যাপিঠ রাজার বাজার উচ্চ বিদ্যালয়ের ২ দিন ব্যাপী ১৫০ বছর পূর্তি ও পূর্নমিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা স্মৃতিচারণ বক্তব্য প্রধান করেন। সন্ধ্যা ৭ টায় বর্ষপূর্তি উপলক্ষে এক অালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উদযাপন কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান অালহাজ্ব অাবেদ হাসনাত চৌধুরী সনজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কল্যাণ কুমার দেব পিন্টুর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৪ অাসনের সংসদ সদস্য এড. মাহবুব অালী।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় অাওয়ামীলীগের কার্যকারী কমিটির সদস্য ও কোমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম, চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ অাবু তাহের, স্কুলের প্রতিষ্ঠাকালী প্রধান শিক্ষক অালহাজ্ব অাঃ অাউয়াল, উযদাপন কমিটির প্রধান উপদেষ্টা ও সাবেক পিপি এম অাকবর হোসেন জিতু, চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলফিকার অালী, স্কুলের প্রাক্তন ছাত্র ডাঃ পার্থ সারথী রায় চৌধুরী, প্রাক্তন ছাত্র ও মিরাশী ইউপির চেয়ারম্যান রমিজ উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপিত মানিক সরকান, ছাত্রলীগের সাবেক সভাপিত মোস্তাফিজুর রহমান, কৃষকলীগ সেক্রেটারি মুজিবুর রহমান। প্রমুখ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউপি মেম্বার দুলাল ভূইয়া, মতিউর রহমান মাষ্টার, জালাল উদ্দিন, কামরুল হাসান শামীমসহ স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অালোচনা সভা শেষে রাত ৮টায় এক বর্ণাট্য সাংস্কৃতিক অনুষ্ঠানের অায়োজন করা হয়।