মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:নিরাপদ সড়ক আমাদের অধিকার ,বাস্তবায়নে চাই অঙ্গীকার এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে সড়ক নিরাপত্তা বিষয়ক স্কুল কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
সড়ক নিরাপত্তা কর্মসূচি ও অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ প্রকল্পের আওতায় সোমবার দুপুরে উপজেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেখ উম্মে কুলসুমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলাউদ্দিন আল রনি।
সহকারী শিক্ষক মাহমুদুল হাসান রনির পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্র্যাকের ঢাকা বিভাগের সোশ্যাল কমিউনিকেটর জিএম রেজা সুমন,সাংবাদিক রাজীব দেব রায় রাজু, ব্র্যাকের শাখা হিসাব কর্মকর্তা শরিফ আহাম্মেদ , বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিউলি রায়, সেলিনা আক্তার, জাকিয়া মাহমুদ,জিনাত সুলতানা, সাবেক সহকারী শিক্ষক নুর বক্স মিয়া, ব্র্যাকের যোগাযোগ কর্মী হিমাংশু চন্দ্র পাল প্রমুখ।
কূইজ প্রতিযোগীতায় ১ শ ১০ জন ছাত্র – ছাত্রী অংশ গ্রহন করে। ১ শ ১০ জনের মধ্যে ২০ জন সর্বাধিক নাম্বার প্রাপ্ত হয়।
২০ জনের মধ্য থেকে প্রথম , দ্বিতীয়, তৃতীয় পুরুষ্কার সহ মোট ১০ জন কে বিভিন্ন পুরুষ্কার দেওয়া হয়। কুইজ প্রতিযোগীতা শেষে ব্র্যাকের লোকজন কিভাবে সড়ক পাড়াপাড় করতে হয় এই সব কৌশল ছাত্র-ছাত্রীদের শিখান।