চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রামগঙ্গা চা বাগান এলাকা থেকে ভারতীয় ১০ লিটার ছোলাই মদসহ মাদক ব্যবসায়ী বিষ্ণু (৪০) কে হাতেনাতে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
জানা যায়, গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার রামগঙ্গা চা বাগান রাস্তায় থানার এস.আই কাশী চন্দ্র শর্মার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ১০ লিটার ছোলাই মদসহ হাতে নাতে বিষ্ণুকে গ্রেফতার করে পুলিশ থানায় নিয়ে আসে। বিষ্ণ প্রসাদ রামগঙ্গা চা বাগানের মৃত কমলা প্রসাদের পুত্র।
পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত ধরে ছোলাই মদসহ বিভিন্ন জায়গায় পাচার করে আসছিল। বিষ্ণুকে আটক করার সময় তার সহযোগি শুকুমার উরাং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মাদক দ্রব্য আইনে বিষ্ণুর বিরুদ্ধে মামলা হয়েছে। জব্দকৃত ভারতীয় ছোলাই মদের মূল্য ৩ হাজার টাকা হবে। পরে শনিবার দুপুর ১২টার দিকে তাকে হবিগঞ্জ জেল কারাগারে প্রেরণ করা হয়েছে।