প্রেস বিজ্ঞপ্তি ॥শিল্পসঙ্গে’র ১১ম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সঙ্গ দিলেন কবি, নাট্যকার, অভিনেতা, নির্দেশক সাংবাদিক মোঃ আব্দুল হক রেনু । দুই পর্বের আয়োজনে- শুরুতে ছিল স্বরচিত কবিতা পাঠ-পর্যালোচনা ও বুক রিভিউ। হেলাল হাফিজের বিখ্যাত কাব্যগ্রন্থ “ যে জলে আগুন জ্বলে”-র বুক রিভিউ করেন কবি নিরব আহমেদ। ২য় পর্বে মোঃ আব্দুল হক রেনু শিল্পী হয়ে ওঠার গল্প বলতে বলতে শ্রোতাদের নিয়ে যান শৈশব, কৈশোর ও যৌবনের ধূসর-রঙ্গিন আঙ্গিনায়। স্বরচিত কবিতা আর কৌতুকে মুখর করে তুলেন শিল্পসঙ্গের আড্ডা। সন্ধ্যা পৌনে ৬টায় ‘দেশ মঞ্চে’ আড্ডার শুরুতে স্বরচিত কবিতা পাঠ করেন রাজু বিশ্বাস, তারেক আহমেদ নিরব, দেলোয়ার, এইচ আর জোসেফ, সিরাজুল, শাহীন, রাজু আহমেদ। পাঠ-পর্যালোচনায় ছিলেন কবি রাজু বিশ্বাস, কবি কাজী শাহানা ইসলাম, শিল্পী শফি কাইয়ুম। প্রাণবদ্ধ আড্ডায় সঙ্গী ছিলেন প্রভাষক জালাল উদ্দিন রুমী, পরিচালক মুক্তাদির ইবনে সালাম, বাবর আলী, মাসুকে কিবরিয়া, মোহন, কামাল উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, প্রতি শুক্রবার সন্ধ্যায় নির্ধারিত একজন শিল্পীকে কেন্দ্র করে বসে সাহিত্য আড্ডা।