নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জে,কে মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব পালনের লক্ষ্যে বিদ্যালয় মিলানায়তনে উৎসব নির্বাহী কমিটির এক সভা অনুষ্টিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, রেজিষ্টেশন কমিটির আহবায়ক ডাঃ শফিকুর রহমান,অর্থ কমিটির আহবায়ক সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, প্রকাশনা কমিটির আহবায়ক সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড.আবুল ফতেহ ফাত্তাহ,সাবেক ডেপুটি সিভিল সার্জন ডাঃ অজিত কুমার রায়, ডাঃ সুকেশ চন্দ্র দাশ, ডাঃ হাবিবুর রহমান,নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, তাপস আচার্য্য,সুখেন্দু রায় বাবুল, বিকাশ চন্দ্র রায়,মুজিবুর রহমান শেফু,করুনাময় দে বাচ্চু, রুপায়ন চক্রবর্ত্তী, মোস্তাক আহমদ মিলু, নির্মলেন্দু দাশ রানা, মোশাহিদ আলম মুরাদ, শিক্ষক মোঃ রুবেল মিয়া,প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,সাইফুর রহমান খাঁন প্রমূখ। সভায় শতবর্ষ পুর্তি উৎসব পালনের ব্যাপারে সার্বিক আলোচনা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়।