শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে দেউন্দি এলাকা ৩৫ বোতল ভারতীয় মদসহ ৩ জনকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। এসময় প্রাইভেটকারটিও জব্দ করা হয়। শুক্রবার দুপুরে তাদের আটক করা হয়। আটকরা হলো মৌলভীবাজার জেলার নগর নন্দনপুরের আমির হোসেনের পুত্র শফিক মিয়া (৪০) সোনাপুরের আব্দুল আহাদের পুত্র সেলিম মিয়া চালক (৩৮) গোজারাই গ্রামের :তমিজ মিয়ার পুত্র মোখলেছুর রহমান।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট শক্তি দাশ হালদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে আসামপাড়া এলাকা থেকে প্রাইভেট কারযোগে মাদক পাচারের খবর পেয়ে সার্জেন্ট শক্তি দাশ হালদারের নেতৃত্বে এসআই হরিদাসসহ একদল পুলিশ অভিযান চালায়। এ সময়
ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেটকারের পেছনের অংশ থেকে বস্তায় লুকানো ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় গাড়িচালকসহ তিন জনকে আটক করে পুলিশ। প্রাইভেটকারটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় জব্দ করা হয়। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে ।