চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটের নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিরাজাম মুনিরা’র সাথে গোলগাঁও অাদর্শ তরুণ সমাজকল্যাণ সংস্থার সদস্যরা সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। গত বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফয়সল আহমেদ তুষার, সাধারণ সম্পাদক ইমরান আহমেদ রাহী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন নয়ন, অর্থ সম্পাদক মোঃ রুমান মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ রাতুল, বন ও পরিবেশ বিষয়ক সস্পাদক মোঃ রায়হান কবির, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোবাশ্বির আহমেদ রিয়াদ, সম্মানিত সদস্য বাবুল আল হাসান, ফয়সল আহমেদ ও ওয়াহেদ মিয়া প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা সংগঠনের সাফল্য কামনা করে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।