রাকিল হোসেন নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা:নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে মতিউর রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে জাতীয় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সকালে বই উৎসব উদ্বোধন করেন স্থানীয় ইউ/পি চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া। বিদ্যালয়ের প্রতিষ্টাতা ও ম্যানেজিং কমিটির প্রতিষ্টাতা সভাপতি মতিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে শিক্ষক শাহিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক রাকিল হোসেন,আব্দুল হান্নান চৌধুরী ুভন চান মিয়া, শিক্ষিকা শামসুন নাহার শাম্মী,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুজাত চৌধুরী,ইউপি সদস্য ইউসুফ আলী,ফজলুর রহমান চৌধুরী প্রমূখ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক হোসাইন আহমেদ,হাবিবুর রহমান সুলতান,শিক্ষিকা রতœা বেগম,আয়শা আক্তার,তাহমিনা বেগম প্রমূখ।
এছাড়া একই দিন উপজেলার প্রতিটি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।