চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাটে মোঃ কোরবান আলী (৪০) নামের এক ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আঠালিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামী উপজেলার আঠালিয়া গ্রামের মৃত রইছ উল্লার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এএসপি মাঈন উদ্দিন চৌধুরী এর নেতৃত্বে এএসপি মোহাম্মদ খোরশেদ আলম সহ অভিযান পরিচালনা করে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ কোরবান আলী (৪০) গ্রেফতার করে।
র্যাব আরও জানায় গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।