হামিদুর রহমান,মাধবপুর থেকে : হবিগঞ্জের মাধবপুর উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে পাঠ্য পুস্তক উৎসব পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সকালে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংসদ সদস্য এড. মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
শিক্ষক মুছা মিয়ার পরিচালনায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানীর সভাপতিত্বে বই বিতরণী সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, মেয়র হিরেন্দ্র লাল সাহা, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, বেনু রঞ্জন রায়, শিক্ষক সাইফুল হক মৃধা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অলিদ মিয়া প্রমুখ।
এদিকে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে বই বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, ইউপি চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম আরজু, সাংবাদিক আইয়ুব খান, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়া ইটাখোলা সিনিয়র আলীয়া মাদ্রাসায় বই বিতরণ করেন মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি শাহ আব্দুল আউয়াল লিটন, অধ্যক্ষ মোঃ আমীর হোসাইন, শিক্ষানুরাগী সদস্য বিল্লাল আহম্মেদ চকদার, কামাল হোসেন জিতু, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর ও মাসুম বিল্লা প্রমুখ।