বাহুবল থেকে সংবাদদাতা : হবিগঞ্জের বাহুবলে মাটি কাটার সময় পাহাড়ি টিলা ধসে ২ জন নিহত হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের বৃন্দাবন চা বাগান সংলগ্ন গোলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের বৃন্দাবন বাগানের নিকটবর্তী পাহাড়ি টিলার নিচের সাদা মাটি সংগ্রহ করে স্থানীয় লোকজন কাঁচা ঘরের দেয়াল ও ফ্লোর রং করে থাকেন। উক্ত সাদা মাটি সংগ্রহণের লক্ষ্যে সোমবার সকালে স্থানীয় গোলগাঁও গ্রামের শহীদ মিয়ার পুত্র জুয়েল মিয়া (১৫) ও একই গ্রামের সুন্দর মিয়ার পুত্র গনি মিয়া (৪৫) একটি পাহাড়ি টিলার নিচে মাটি কেটে সাদা মাটি সংগ্রহ করতে শুরু করে। এ অবস্থায় টিলা ধসে তাদের উপর পড়ে গেলে ঘটনাস্থলেই জুয়েল মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় গনি মিয়াকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।