শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল ও মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই তুলে দেয়া হয়েছে।
রবিবার সকাল থেকে বিকাল পযর্ন্ত স্কুলে পৃথক পৃথক বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।
এসময় উপস্থিত ছিলেন- শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, আব্দুল মুকিত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়া উদ্দিন, পৌর আওয়ামী লীগের সহসভাপতি হাজী শফিকুর রহমান, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান রিয়াদ, উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার, পৌর যুবলীগের সভাপতি মোঃ আব্দুল মুকিত, ফরিদ হাসান, মহিলা কাউন্সিলর শিউলী বেগম, তহুরা খাতুন লাইজু, আছমা আব্দুল্লাহ প্রমুখ।