চুনারুঘাট (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা ॥ সারাদেশের ন্যায় চুনারুঘাট উপজেলা সদরস্থ হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় রবিবার সকালে ছাত্র-ছাত্রীদের মাঝে ২০১৭ সনের বই বিতরণ উৎসব মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি মাওলানা এ.কে আফছার আহমদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোঃ নাজমুল আলম।
প্রধান অতিথি মাদ্রাসায় উপস্থিত ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বছরের বই তুলে দেন এবং প্রধান অতিথি প্রতিদিন ক্লাসে উপস্থিত হওয়ার জন্য ছাত্র-ছাত্রীদেরকে মনোযোগী হওয়ার বিশেষ উপদেশ দেন। পাশাপাশি শিক্ষার ক্ষেত্রে সরকারের সফলতাকে অব্যাহত রাখার জন্য অভিভাবক ও ছাত্র-ছাত্রীদেরকে জোর তাগিদ দেন।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুস সালাম, আরবী প্রভাষক মাওলানা শেখ মোশাহিদ আলী, জাহেদুল ইসলাম বি.এস.সি, মোঃ মোক্তার হোসেন মাষ্টার সহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ। পরিশেষে মাদ্রাসার মুদারিছ মাওলানা মতিউর রহমান হেলালী মিলাদ পরিচালনা ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।