মোঃ রহমত আলী, হাবগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ের পল্লীতে মাছধরাকে কেন্দ্র করে দুই ইউপি মেম্বার তাদের আধিপত্য বিস্তার করা নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
রোববার সকালে সুজাতপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় আলমগীর ও রহমান মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গুরুতর আহত অবস্থায় জালাল মিয়া (৬০), মমিন মিয়া (৬২), মোতাহের হোসেন (২৫), টেটাবিদ্ধ রহমান মিয়া (৫৫), হাফিজুর রহমান (২৭), সানু মিয়া (২৭) ,আবুবকর (১৮), দরছ মিয়া (৪০) অহিদ মিয়া (৪০), চান্দালী (৪০), সোলেমান মিয়া (৬০), সেফুল মিয়া (১৮), আঝদও মিয়া (২০) ও বোরহান মিয়া (২৭) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৬ রাউন্ড শর্টগানের গুলি ও ১২ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের লতিফ মিয়া বাড়ির পার্শবর্তি হাওরে একটি নালায় মাছ শিকরের জন্য ‘আইড়া’ (মাছধরার ফাঁদ) ফেল বাঁধ তৈরী করে কয়েক দিন আগে। নালায় মাছ শিকার করতে নিষেধ করে একই গ্রামের খুর্শেদ আলী।
এ নিয়ে দুজনের মাঝে বাকবিতন্ডা হয়। বিষয়টি স্থানীয় ফেল করা মেম্বার এখলাছ উদ্দিন এবং বর্তমান মেম্বার গোলাপ মিয়ার মাঝে কর্ণগোচর হলে তারা দু’জনের মাঝে তাদেও পুরানো বিরোধ জাগ্রত হয়ে উঠে। তাদের দীর্ঘদিনের আধিপত্য বিস্তারের ক্ষমতারর লড়াই করতে দু’পক্ষের লোকজন সাথে শলা পরামর্শ করে রোববার সকাল ৮টায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় দুই ঘন্টাব্যাপী চলে এ সংঘর্ষ। এতে অর্ধ শতাধিক লোক আহত হয়। সুজাতপুর ফাঁড়ির ইনচার্জ মো. মুজিবুর রহমান জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে। ফের কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন আছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।