মনিরুল ইসলাম শামীম, বাহুবল (হবিগঞ্জ): বাহুবলে সারা দেশের ন্যায় উৎসবমুখর পরিবেশে পাঠ্যপুস্তক উৎসব পালিত হয়েছে। নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা হয়েছে প্রায় অর্ধলক্ষ শিক্ষার্থী। উপজেলার প্রতিটি স্কুল-মাদরাসা মাঠে রোববার ছিল শিক্ষার্থীদের ভীড়। দীর্ঘ অপেক্ষার পর তারা নতুন বই হাতে পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে উঠে।
রোববার দুপুরে বাহুবল উপজেলা সদরের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান দীননাথ ইনস্টিটিউশন মডেল হাই স্কুলে পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসহাক মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-সিলেটের দায়িত্বপ্রাপ্ত মহিলা সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, যমুনা টেলিভিশনের হেড অব প্রোগ্রাম সোপন রায়, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রেজ্জাক, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার ও ম্যানেজিং কমিটির সদস্য অলিউর রহমান অলি প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে ছাত্র সাদিকুল আমিন।
এদিকে, উপজেলা সদরের ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়, বাহুবল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিশলয় জুনিয়র হাই স্কুল, সৃজন বিদ্যাপীঠ জুনিয়র হাই স্কুল, পশ্চিম ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাদেশ্বর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বি.সি উচ্চ বিদ্যালয়, মৌড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়, মিরপুর শানসাইন কেজি এন্ড হাই স্কুল সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুরূপ বই উৎসবের আয়োজন করা হয়।