এস এইচ টিটু : সারা দেশের ন্যায় রবিবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীদের মাঝে নতুন বছরের নতুন বই বিতরণ করা হয়।
উক্ত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও নূরপুর ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল।বিশেষ অতিথি হিসেবে ছিলেন উক্ত স্কুলের শিক্ষানুরাগী সদস্য আলহাজ্ব মো: মুক্তার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল বলেন, মানুষের আত্ম সংগ্রাম শিক্ষা তার অবকাঠামো এগিয়ে নিতে বইয়ের বিকল্প নেই।বই মানুষের জ্ঞান চর্চা বুদ্ধি সঞ্চয় করে।শিক্ষা ছাড়া জাতি উন্নত হতে পারে না।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: গোলজার মিয়া,ম্যানেজিং কমিটির সদস্য মো: শাহজান(সাজু),মো:আব্দুল কাইয়ুম,মীর আবু তাহের,শিক্ষক মো:দেলোয়ার হোসেন মজুমদার,সাইফুল ইসলাম,সত্য চন্দ্র বসাক,অভিবাবক আব্দুল কদ্দুছসহ অত্র বিদ্যালয়ে সকল শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রী।
একি সঙ্গে নূরপুর সরকারী সঃপ্রাঃবিদ্যালয়ে ও বই বিতরণ উৎসব উদ্বোধন করেন উক্ত অতিথিরা।
এ উপলক্ষ্যে সকাল থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝে খুশির আমেজ ছিল।নূরপুর ইউনিয়ের নূরপুর সরকারী সঃপ্রাঃবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণের মধ্যদিয়ে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল এ উৎসব শুরু করেন।