বাহুবল(হবিগঞ্জ) প্রতিনিধি: দেশজুড়ে নির্বিচারে মানুষ হত্যা, পেট্রলবোমা নিক্ষেপ, গাড়ী ভাংচুর, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে হবিগঞ্জের বাহুবল উপজেলায় মানববন্ধন করছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থী ও সামাজিক সংগঠন।
সোমবার সকাল ১০টা থেকে উপজেলার মিরপুর বাজারে অনুষ্ঠিতব্য এই মানববন্ধনে শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, হবিগঞ্জ ও সিলেট সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
যেসকল শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে তন্মধ্য, মিরপুর আলিফ সোবহান চৌধুরী বিশ্ববিদ্যালয় এন্ড কলেজ, মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, মিরপুর দাখিল মাদ্রাসা, সানসাইন প্রি ক্যাডেট স্কুল, খায়রুন্নেছা লতিফ প্রি ক্যাডেট স্কুল, বাহুবল হিন্দু-বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, বাহুবল পূজা উদযাপন পরিষদ, আদর্শ মাধ্যমিক বিদ্যা নিকেতন, সদরুল হোসেন বালিকা বিদ্যালয়, বাহুবল মুক্তিযোদ্ধা সংসদ প্রমুখ।