আজিজুল হক নাসিরঃ চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা বনগাও ও গেরারুক নামক স্থান থেকে অভিযান চালিয়ে পাঁচটি ভারতীয় গরু আটক করেছে পুলিশ।
চুনারুঘাট থানার এস,আই সেলিম জানান,৩০ ডিসেম্বর রাত দুইটায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী এলাকা বনগাও গ্রামস্থ চুনারুঘাট-বাল্লা সড়ক থেকে অভিযান চালিয়ে তিনটি ভারতীয় গরু আটক করার কিছুক্ষণের মধ্যেই আরেকটি গোপন সংবাদে উপজেলার গেরারুক গ্রামস্থ পরিত্যক্ত রেল সড়কে অভিযান চালিয়ে আরো দুটি ভারতীয় গরু আটক করে থানায় নিয়ে আসেন।
তবে,পুলিশের আঁচ পেয়ে পালিয়ে যাওয়ায় কোন চোরাকারবারিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ বাদী হয়ে অজ্ঞাতকে আসামী করে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান,এস, আই সেলিম।