শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে চিত্রাংকন, রচনা, উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কারুজ্জামান আল রিয়াদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা পরিষদের ১০নং ওয়ার্ডের সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ৯ নং ওয়ার্ডের সদস্য মোঃ আব্দুল মুকিত, মহিলা সদস্য মোছাঃ আলেয়া বেগম।
বক্তব্য রাখেন- শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক, হবিগঞ্জ ইন্ড্রাস্টিয়াল পার্কের ডেপুটি ম্যানেজার মোছাঃ রোজিনা আক্তার, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সহকারি অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী, সমুজ আলী আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আ.স.ম আফজল আলী, হারুন সাঁই, হসভাপতি সমিরন চক্রবর্তী শংকু, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক নওরোজুল ইসলাম চৌধুরী, প্রেসক্লাবের সদস্য ফজলুল হক চৌধুরী সেলিম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মঈনুল হাসান রতন, সাংবাদিক মোঃ মামুন চৌধুরী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সৈয়দ এম এ আর মাসুক, প্রচার সম্পাদক এম শামীম চৌধুরী, মিজানুর রহমান সুমন, দৈনিক শায়েস্তাগঞ্জ পত্রিকার সম্পাদক সাখাওয়াত হোসেন টিটু প্রমুখ।
প্রধান অতিথি শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়াকে সম্মাননা প্রদান করা হয়েছে।
সদ্য সমাপ্ত হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে শায়েস্তাগঞ্জে তিনজন তিন ওয়ার্ডে নির্বাচিত হওয়ায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
এছাড়াও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হককে সম্মাননা স্মারক দেয়া হয়েছে।