কামরুল ইসলাম,অলিপুর থেকে : ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের অলিপুরে বাস উল্টে এক মহিলা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩০ জন।
নিহত শ্রমিক হবিগঞ্জ সদর উপজেলার কান্দিগাঁও গ্রামের আব্দুশহীদের কন্যা জয়ধন আক্তার (২৫)।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় অলিপুর রেলগেইটের সামনে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধায় কাজ শেষ করে প্রাণ কোম্পানী থেকে টমটম অটোরিক্সাযোগে বাড়ি ফিরছিলেন ৮ শ্রমিক। পথিমধ্যে ওলিপুর রেলগেটের সামনে পৌছলে সিলেট থেকে ব্রাক্ষণবাড়িয়াগামী একটি স্কুলের পিকনিক বাসকে ক্রসিং করছিল টমটম অটোরিক্সাটি। এ সময় হঠাৎ বাসটি নিয়ন্ত্রন হারিয়ে টমটমের উপর উল্টে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই জয়ধন আক্তার নিহত হন। স্থানীয়রা আহত টমটম যাত্রীদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এবং আহত শিশুদের ব্রাক্ষণবাড়িয়া পাঠানো হয়। খবর পেয়ে শায়েস্থাগঞ্জ থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।
টমটমে থাকা আহত শ্রমিকরা হলেন, সিজিল মিয়া (২০), সাদেক মিয়া (২০), আলা উদ্দিন (১৯), আয়ূব আলী (২১)। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।