শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে অসামাজিক কাজের মুল হোতা বাউল শিল্পী মালেক সরদারকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুর দেড়টার দিকে পুরানবাজার এলাকার দাড়িভাঙ্গা ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। মালেক সরদার বাহুবল উপজেলার মিরপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার এএসআই সেলিম আহমেদ অভিযান চালিতে তাকে আটক করেন।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।