আজিজুল হক নাসিরঃ ” ঢাকায় বসে লোকজন যে নাগরিক সুবিধা পায় সে সুবিধা গ্রামের লোকজনও পাবে ” বলেছেন হবিগঞ্জ ৪ চুনারুঘাট-মাধবপুর নির্বাচনী এলাকার সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী।
৩০ ডিসেম্বর বেলা এগারটায় চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নস্থ কালিশিরি গ্রামে তিন কিলোমিটার বিদ্যুৎ সংযোগ উদ্ভোধন কালে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দান কালে একথা বলেন তিনি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরীর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলামের সঞ্চালিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের,হবিগন্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডি,জি,এম কাজী মোঃ শওকাতুল আলম,ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আলা উদ্দিন,সাধারণ সম্পাদক প্রভাষক আবু নাসের,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,উপজেলা কৃষক লীগ সেক্রেটারী মুজিবুর রহমান,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবুল কাসেম,ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বেলাল আহমেদ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কোষাধ্যক্ষ আশিকুর রহমান প্রমূখ।
গ্রামের সর্ব স্তরের জন সাধারনের সাথে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আঃ রহমান আজাদ,বিজিবির ৫৫ ব্যাটলিয়নের কমান্ডার সুবেদার দবির উদ্দিন সহ এলাকার গন্যমান্য অনেকেই। প্রধান অতিথি তাঁর বক্তব্য কালে আরো বলেন,পৃথিবীর কোন দেশেই বিনা মূল্যে ছাত্র-ছাত্রীদের পাঠ্য পুস্তক দেওয়া হয়না।
যা দেশের শিক্ষার উন্নয়নের জন্য বর্তমান সরকার বছরের প্রথম দিনই নিশ্চিত করছে। বঙ্গবন্ধু দেশের মানুষের সেবা করতে চেয়েছিলেন। আওয়ামীলীগ সরকারও দেশের মানুষের সেবা করতে চায়। তারই একটা অংশ ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অঙ্গিকার। উপজেলা চেয়ারম্যান আবু তাহের বলেন, সারাদেশে ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়ার কথা থাকলেও ২০১৮ সালের মধ্যেই চুনারুঘাট উপজেলার প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। তাছাড়াও গত ২৯ তারিখ প্রকাশিত জে, এস, সি ও পি,এস,সি পরিক্ষার ফলাফলে চুনারুঘাট উপজেলার আশাব্যঞ্জক অর্জনে তিনি সন্তুস প্রকাশ করেন।।