খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট ॥ চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামে বর্ণিল আয়োজনো মধ্য দিয়ে আত্মপ্রকাশ হল জি.আর ফাউন্ডেশন ইউ,কে।
শুক্রবার সকাল ১১টায় জি.আর ফাউন্ডেশন ইউ,কে আত্মপ্রকাশ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও চুনারুঘাট সাংবাদিক ফোরামে আব্দুর রাজ্জাক রাজু’র সঞ্চালনায় এতে প্রধান আলোচক্য হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ন-সচিব মাহমুদ হাসান।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিতি ছিলেন- গ্লোব জনকন্ঠ শিল্প পরিবারের নির্বাহী পরিচালক নজরুল ইসলামী, মফস্বল সম্পাদক মীর লিয়াকত, পররাষ্ট মন্ত্রনালয়ের সহকারী সচিব জিয়াউর রহমান, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, চুনারুঘাট পৌরসভার মেয়র মো. নাজিম উদ্দিন সামছু, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শাফিয়া আক্তার, চুনারুঘাট সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, মিরাশী ইউপির চেয়ারম্যান রমিজ উদ্দিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ, মোহাম্মদ নাহিজ, অনলাইন প্রেসক্লাবের সভাপতি রকিবুল হাসান চৌধুরী তুহিন, তরফবার্তার সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, চুনারুঘাটের সহকারী কমিশনার, চুনারুঘাট উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আওয়াল, শ্রীকুটা রাসো সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মালেক, এড. আলাউদ্দিন তালুকদার, মিরাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুসাইন আলী রাজন, সৌদি প্রবাসী মোহাম্মদ আলী, চুনারুঘাট পৌরসভার প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজল প্রমুখ।
সভায় আনুষ্ঠানিকভাবে জি.আর ফাউন্ডেশন ইউ, কে’র আত্মপ্রকাশ, একটি খেলার মাঠ ও একটি শহীদ মিনার এর উদ্বোধন করা হয়।