হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে মাদক ব্যবসায়ী আব্দুল কাইয়ুমকে (৩০) ছয় মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট চাইথুয়াই হলা চৌধুরী এ রায় দেন। আব্দুল কাইয়ুম উপজেলার উমেদনগরের বাসিন্দা।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার ধুলিয়াখাল বাইপাস সড়কের মোড় থেকে ৩০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন।