হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় মুরগি চুরি করতে গিয়ে আবুল কালাম (৩৫) নামের এক চোর জনতার হাতে আটক হয়েছে। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে সে শায়েস্তানগর এলাকার এক বাসা থেকে মুরগি চুরি করার সময় জনতা তাকে আটক করেন।সে বাহ্মণবাড়িয়া জেলার শাহবাজপুর গ্রামের মৃত আবু তাহের মিয়ার ছেলে।
এসআই রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে হাসপাতালে চিকিৎসা দেয় এবং পরে তাকে থানায় নিয়ে যায়।
আটক চোর জানায়, কোন কাজ না পেয়ে সে চুরির সাথে জড়িয়ে পড়ে।