নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ সদর ও চুনারুঘাটে আগুনে দ্বগ্ধ হয়েছে দুই শিশু।
জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া গ্রামের আছকির মিয়ার পুত্র রুমন (১৪) গোসল করার জন্য চুলা থেকে গরম পানি নামাতে যায়। অসতর্কতাবশত গরম পানি তার উপর পড়ে গেলে সে দ্বগ্ধ হয়।
অপর দিকে চুনারুঘাট উপজেলার আমতলি গ্রামের আবুল হোসেনের কন্যা নুরজাহান (২) তার মায়ের সাথে আগুন পোহাতে গেলে আগুনে পড়ে গেলে সে দ্বগ্ধ হয়।
তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।