আকরামুল ইসলাম, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে ঃ চুনারুঘাটে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় মোঃ আরিফুল আলম তালুকদার নাহিদ জিপিএ-৫ পেয়েছে।
সে ২০১৬ইং সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ অর্জন করে।
মোঃ আরিফুল আলম তালুকদার নাহিদ হবিগঞ্জ জেলার প্রাক্তন শিক্ষা অফিসার আবু মূসা গোলাম মান্নানের নাতী, চুনারুঘাট শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহ আলম তালুকদার ও মোছাঃ ফাতেমা বেগমের ছোট ছেলে।
এ ফলাফলে স্কুলের শিক্ষক/শিক্ষিকার নিকট তার মা-বাবা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মোঃ আরিফুল আলম তালুকদার নাহিদ ভবিষ্যতে একজন ডাক্তার হতে চায়। সে সকলের দোয়াপ্রার্থী।